গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, তারা ’বাইডেনের আইডিয়ার’ প্রশংসা করলেও বর্তমান যুদ্ধবিরতি প্রস্তাবটি যুদ্ধ বন্ধের জন্য দৃঢ় কোনো প্রতিশ্রুতি দেয়নি।
রয়টার্সকে আবু জুহরি বলেন, ‘ইসরাইলি নথিপত্রগুলো অন্তহীন আলোচনার কথা বলে। এতে চূড়ান্ত কোনো সময়সীমা নেই। আর এতে দখলদার বাহিনী তার পণবন্দীদের ফিরে পাবে এবং যুদ্ধ আবার শুরুর কথা বলা হয়েছে। আমরা মধ্যস্ততাকারীদের বলেছি যে এ ধরনের কাগজ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
তিনি বলেন, ‘মার্কিন নথিতে আগ্রাসন বন্ধ কিংবা ইসরাইলি বাহিনী প্রত্যাহারের কোনো উল্লেখ নেই।’
সূত্র : আল জাজিরা ও এএফপি