• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

কাস্টমসের ইন্সপেক্টরকে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৮ জুন, ২০২৪

যশোরের বেনাপোলে রাফিউল ইসলাম নামে কাস্টমসের এক ইন্সপেক্টরকে উপুর্যুপরি ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। অজ্ঞাতপরিচয়ের সন্ত্রাসীরা শুক্রবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয় পেচোর বাওড়ে এই ঘটনাটি ঘটেছে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাফিউল ইসলামের বন্ধু শার্শার সোহরাব হোসেন জানিয়েছেন, প্রচণ্ড গরমে তারা দু’জন পেচোর বাওড়ে ঘুরতে যান। হঠাৎ করে একদল সন্ত্রাসী এসে পেছেন থেকে তাদের ওপর হামলা চালায়। ওইসময় তারা জানতে চান, কেন তাদের ওপর হামলা করা হচ্ছে। জবাবে সন্ত্রাসীরা বলতে থাকে, ‘এই ব্যাটার জন্য অনেক ক্ষতি হয়েছে।’ বলেই সন্ত্রাসীরা একের পর এক ছুরিকাঘাত করতে থাকে কাস্টমস ইন্সপেক্টর রাফিউল ইসলামকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে বন্ধু সোহরাব স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

আহত রাফিউল ইসলাম জানিয়েছেন, তার কারো সাথে কোনো শত্রুতা নেই। পেশাগত কারণে কেউ তার ওপর ক্ষুব্ধ থাকতে পারে। হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।

খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালে যান বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন। তিনি বলেন, আহত রাফিউল ইসলাম অত্যন্ত সৎ মানুষ হিসেবে পরিচিত। পেশাগত কারণে হয়তো তিনি কোনো অসৎ ব্যবসায়ীর রোষানলে পড়তে পারেন।

তিনি বলেন, ঘটনাটি দ্রুত থানা পুলিশকে অবহিত করা হয়েছে। কাস্টমসের পক্ষ থেকেও ঘটনার অভ্যন্তরীণ তদন্ত করা হতে পারে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ