• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন

কুমিল্লা হোমনায় মুক্তিপন না দেয়ায় ১ যুবককে হত্যা

আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

কুমিল্লা প্রতিনিধি।।

অপহরনের ৫ দিন পর কুমিল্লা হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকি থেকে দুলালপুর ইউনিয়ন সাত লেজি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে জাহিদ হাসানের লাশ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ। বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ ।
হোমানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, জাহিদ হাসান গত ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুজির পর পরিবারের পক্ষ থেকে ৫ নভেম্বর হোমনা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

জাহিদ হাসান নিখোজের দু’দিন পর মোবাইল ফোনে কল করে তার পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়।

এ বিষয়টি পুলিশের কাছে জানালে পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করে। অপহরনকারি তিনজন হলো- জিহাদ, এমদাদ, খায়রুল।

তাদের দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দি অনুযায়ী বুধবার রাতে দুললাপুরের চঁন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকি থেকে জাহিদ হাসানের লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ