খাগড়াছড়িতে বালুর ট্রাকে করে বিদেশি মদ পরিবহণের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ১০৮ বোতল বিদেশি মদ। আজ শনিবার (৮ জুন) খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটকরা হলেন—জেলার পানছড়ির দমদম এলাকার মো. জামাল হোসেন (৪২), হাসান নগরের মো. আবু সিদ্দিক (৩৫) ও জিয়া নগরের মো. মোবারক হোসেন (২৮)।
পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর জানান, ভারতের সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে চারটি কার্টুনে বিদেশি মদ জেলা সদরে পাচার করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের অনন্ত মাস্টারপাড়া থেকে ১০৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসপি মুক্তা ধর আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। চক্রের মূলহোতাদের ধরতে গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।