• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

উল্লাপাড়ায় ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠান

আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অধিদফরের আয়োজনে বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌরসভা হলরুমে সমাজসেবী সংস্থার মাঝে এককালীন অনুদানের চেক ও পৌরসভায় বসবাসরত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ  কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তানভীর ইমাম এমপি, পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিব প্রমুখ। এ সময় ২০টি সমাজ সেবা সংস্থার মাঝে এককালীন অনুদানের চেক ও ৭৭টি ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়। এ সময় পৌর কাউন্সিলর এস.এম. আমিরুল ইসলাম আরজু, আলাউদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম লেবু, শহিদুল ইসলাম, আব্দুল আলীম, আজাদ হোসেন, ময়নুল হক,গুলশান আরা বেলী, সুরাইয়া লাকী শিকদার, নাজম পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি তানভীর ইমাম এমপি ভাতাভোগীদের মধ্যে ভাতা বহি তুলেদেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ