ঢাকার ধামরাইয়ে একটি পুকুরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থলের পাশের খড়ের পালা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৯ মে) দুপুর আড়াইটার দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা। এর আগে দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও এলাকার বড় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম কাজ করছেন।
পুলিশ জানায়, ধামরাইয়ের ওই এলাকায় একটি পুকুরে ভাসমান মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে মাদক সংশ্লিষ্ট বিরোধের জেরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।