• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

এবার ইসরায়েলে শতাধিক রকেট ছুড়ে হামলা করলো হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুন, ২০২৪
ইসরায়েলে যাচ্ছে হিজবুল্লাহর রকেট

লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ১০০টির বেশি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর চালানো এটি সবচেয়ে বড় আক্রমণ। তবে রকেট হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হিজবুল্লাহর রকেট প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরকে টার্গেট করেছে। ধারণা করা হচ্ছে, গত রাতের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর এই বিশাল রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটা গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নিহতের ঘটনা।

খবর অনুসারে, জোয়াইয়া শহরে আবু তালেব আব্দাল্লাহ ওরফে আবু তালেবকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত বৈঠকের সময় তাদের টার্গেট করা হয়েছে। সূত্রগুলো আরো জানায়, আবদাল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের মধ্যাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন এবং সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন। সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ