• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

শরনখোলায় সড়ক দূর্ঘটনায় আহত-৭

আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

বগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের শরণখোলায় মোটর সাইকেল ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দিকে মোরেলগঞ্জ- বগী আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া সিংবাড়ি এলাকায় এ র্দুঘটনা ঘটে। আহতরা হলেন, সরোয়ার খান (৩৫), শুভংকর হালদার (৩২), স্বর্ণা দে (১৯), মিলন শেখ (৩৫), সুফিয়ান (৩০), ইয়াছিন (২৫) ও দুলাল হাওলাদার (৪৫)।এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক সরোয়ার ও যাত্রী শুভংকরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। আহতদের চিকিৎসা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ