উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার উপজেলার মধ্যে প্রথম প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বড়হর ইউনিয়ন ভুমি অফিস উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে এগারোটায় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ ভবনের উদ্বোধন করেন। বড়হর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশেই নিজস্ব ৩১ শতক ভুমিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এ ভবনটি নির্মাণ হয়েছে। সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ এটি বাস্তবায়ন করেছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মারুফ বিন হাবিব, সহকারী কমিশনার (ভূমি) ফারুক সুফিয়ান, ইউপি চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু প্রমুখ। উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বড়হর ইউনিয়নে এ প্রথম অফিসটি নির্মিত হয়েছে।