চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদের মূলশক্তি ভেঙ্গে দেয়া হয়েছে। সারাদেশে জঙ্গিরা যেভাবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক তেমনই আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন অভিযানে তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। এবং কিছু দুস্কৃতিকারি নিহত হয়েছে। যার ফলে দেশে আজ জঙ্গিদের নিচ্ছিন্ন করা হয়েছে। দেশে আজ জঙ্গিদের হামলার আশংকা নেই। তিনি আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম রাব্বানী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক এম খুরশিদ হোসেন, সাবেক সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোহাম্মদ এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম।পরে তিনি ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন।