উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অনৈতিক কর্মের অভিযোগে চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার বিকেলে স্কুল ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় সিদ্ধান্ত নিয়ে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সভায় স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকাত ওসমান সভাপতিত্ব করেন। জানা যায়, প্রধান শিক্ষক আব্দুল মজিদের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ড এবং অভিভাবক মহলের অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এর আগেও বিভিন্ন অভিযোগে তিনি চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত হয়েছিলেন। এ বিদ্যালয়ের শিক্ষক রকিবুল ইসলামকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।