• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ জুন, ২০২৪

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- মো. হারেস (২), মোছা. ফুতুনি (৩৪), মো. কালাম, মোছা. সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, মো. হোসেন আহমদ (৩০), তার স্ত্রী আনোয়ারা বেগম ও স্থানীয় শিশু আবদুল করিম (১২)।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, “সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার হয়েছে।

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বলেন, “নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক; বাকি সাতজন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ