• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ অপরাহ্ন

এসকে সিনহার পদত্যাগ

আপডেটঃ : শনিবার, ১১ নভেম্বর, ২০১৭

ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদিন শনিবার দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এসকে সিনহার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহা শুক্রবার রাত আড়াইটায় টেলিফোনে বলেন, ‘তিনি আমাদের ফোন করে জানিয়েছেন শুক্রবার সকালে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর থেকে কানাডা যাওয়ার আগে পদত্যাগপত্রে সই করেছেন।’
এসকে সিনহার তার পদত্যাগপত্রটি সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব।
এদিকে দুপুর ১টার দিকেও এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি সিনহা। ওই দিন মিডিয়ার সামনে তিনি বলেন, ‘আমি অসুস্থ না। আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। বিচার বিভাগের স্বার্থে, বিচার বিভাগটা যাতে কলুষিত না হয়, এ কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ