• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

ওবায়দুল কাদের ‘ম্যাজিশিয়ান অব পলিটিকস’ শেখ হাসিনাকে বললেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুন, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭১ সালে বিখ্যাত মার্কিন সাময়িকী নিউজউইক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিল ‘পোয়েট অব পলিটিকস’, আর আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হচ্ছেন ‘ম্যাজিশিয়ান অব পলিটিকস’। তিনি আরও বলেন, বাংলাদেশে আজ বঙ্গবন্ধু নেই, তবে বঙ্গবন্ধু আছেন।

পদ্মা মেঘনা যমুনার তীরে যতদিন বাংলাদেশ আছে, যতদিন বাংলার সমুদ্র থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অমর থাকবেন। রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির আলোচনা সভায় কাদের এ কথা বলেন।

শেখ হাসিনার অবদানের কথা বলতে গিয়ে কাদের বলেন, নিজের টাকায় পদ্মা সেতু শেখ হাসিনার সবচেয়ে বড় কীর্তি। বিশ্বব্যাংক চোর অপবাদ দিয়ে সরে গিয়েছিল, সেদিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, নিজের টাকায় পদ্মা সেতু করবো। পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, সাহসের প্রতীক।

দেশি-বিদেশি যড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দাঁড়িয়ে, বাংলাদেশের স্বাধীনতা-ইতিহাসে বিশ্বাস করে, এমন সর্ব পর্যায়ের জনগণের কাছে আহ্বান জানাই, আমাদের ভুলত্রুটি নেই সেটা আমরা বলবো না, আসুন সবাই মিলে আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। যড়যন্ত্র চলছে দেশি-বিদেশি শক্তির, যড়যন্ত্র একটা পক্ষ দেখতে পায় না।

প্রতিপক্ষ রাজনৈতিক দল সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটা দল দিনের আলোতে অন্ধকার দেখে, এরা স্বাধীনতা ও আমাদের মুক্তিযুদ্ধের শত্রু। স্বৈরশাসন জারি করেছিল, জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছিল। ১৫ আগস্ট, ২১ আগস্ট ঘটানো শত্রুদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ