• সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। পরে সেখানে পুলিশ পৌঁছে জানিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা ‎শামসুদ্দিন দিদার জানান, এটি গণতান্ত্রিক আন্দোলনকে বাধা প্রধান করতে একটি শক্তি এমনটি করেছে। আগামীর আন্দোলনে যেন নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত না হতে পারে, সেজন্য ভয়ভীতি প্রদর্শন করতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে তা আমরা নিশ্চিত না। তবে, আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ