• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

পাকিস্তানে নারী ও চার শিশুসহ ৯ জন নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ জুন, ২০২৪

পাকিস্তানে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে নারীদের পাশাপাশি চার শিশুও রয়েছে এবং তারা সবাই একই পরিবারের সদস্য। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেশোয়ারের বাদাবের গ্রামে একটি বাড়িতে সশস্ত্র লোকদের হাতে একই পরিবারের অন্তত নয়জন সদস্য নির্মমভাবে নিহত হয়েছেন। ভয়ঙ্কর এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জিও নিউজ বলছে, নৃশংস এই ঘটনায় বাদাবের থানার পাশে প্রতিপক্ষের বাড়িতে ঢুকে অস্ত্রধারীরা নির্বিচারে গুলি চালায়। এতে চার নারী ও চার শিশুসহ ৯ জন নিহত হয় এবং অন্য আরও কয়েকজন আহত হয়।

পুলিশ কর্মকর্তারা তাদের প্রাথমিক বিবৃতিতে বলেছেন, দুই পরিবারের মধ্যে আর্থিক ও সম্পত্তির বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তবে সিনিয়র সুপারিনটেনডেন্ট পুলিশ (এসএসপি) অপারেশনস কাশিফ জুলফিকার এই বিবৃতিটির বিরোধিতা করে বলেছেন, উভয় পক্ষের মধ্যে আপাতদৃষ্টিতে কোনও আর্থিক বিরোধ ছিল না।

তিনি আরও বলেন, সশস্ত্র হামলার পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের ধরতে দুটি টিম গঠন করা হয়েছে। উদ্ধারকারী দল ময়নাতদন্তের জন্য নিহতদের লাশগুলোকে হাসপাতালে নিয়ে গেছে।

আহত নারীদের একজনকে চিকিৎসার জন্য পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজের খালি খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করে মামলা দায়ের করেছে।

এসএসপি (তদন্ত) সাহেবজাদা সাজ্জাদ জানান, অপরাধীদের ধরতে পুলিশ সুপার (এসপি) সদর সার্কেলের নেতৃত্বে চারটি দল পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার আসল উদ্দেশ্য বিস্তারিত তদন্তের পর জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ