• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

‘অপরিবর্তনীয়’ ইরান-রাশিয়া সম্পর্ক: মোখবের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের সম্প্রতি রাশিয়ার সঙ্গে তার দেশের চুক্তি বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত সম্পর্ককে অপরিবর্তনীয় বলে অভিহিত করেছেন।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপে মোহাম্মদ মোখবের এ মন্তব্য করেন।

মোখবের রাশিয়া থেকে ইরানে গ্যাস স্থানান্তর সংক্রান্ত একটি যৌথ চুক্তি স্বাক্ষরকে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করেন।

ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, ‘এই পরিকল্পনার বাস্তবায়ন শুধু দুই দেশের অর্থনৈতিক স্বার্থই নয়, পুরো অঞ্চলের স্বার্থেরও উন্নতি ঘটাবে’।

মোহাম্মদ মোখবের বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক অপরিবর্তনীয় এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে দুই দেশ অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও দুই দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে, তাও এই চুক্তি মাধ্যমে জোরদার করা সম্ভব হবে।

বুধবার স্বাক্ষর হওয়া গ্যাস চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের সঙ্গে সম্পর্ক গভীর করার ব্যাপারে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। সূত্র: ইরনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ