জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা শুরু হয়েছে। সমাবেশের কারণে তীব্র জানজটে দুর্ভোগে পড়েছেন হাজার মানুষ। বাধ্য হয়ে মানুষ হেঁটে যাচ্ছেন গন্তব্যে।
আজ রবিবার বিএনপির জনসভা ও সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় রাজধানীতে ছিল তীব্র জানজট। সংসদ ভবন এলাকা, মাহাখালী, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাবসহ অনেক এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।
সোহরাওয়ার্দী উদ্যানে বড় কোনো সমাবেশ থাকলেই বরাবর যানজটের ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। বিএনপির নেতাকর্মীরা রাস্তায় মিছিল বের করায় রাজধানীবাসীকে যানজটে পড়তে হয়। আবার যানজটের ভয়ে অনেকে রাস্তায় গাড়ি বের করেননি। ফলে যানবাহন সংকটের কারণে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন মানুষ। বয়স্ক, শিশু আর নারীরা পড়েছেন আরো বিপদে।
এদিকে দীর্ঘদিন পরে জনসভা হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মিছিলের পর মিছিল আসছে সমাবেশস্থলে। দুপুর দেড়টার মধ্যে প্রায় ভরে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বাড়ছে লোকজনের সমাগম। শাহবাগ, কাকরাইল, টিএসসি মোড়, মৎস্য ভবন, দোয়েল চত্বর, পলাশী এসব এলাকা দিয়ে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা। ফলে এ সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।