• রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তি হচ্ছেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর এলাকার শের মোহাম্মদের ছেলে খাইরুল ইসলাম (৪৫)।
একই মামলায় খাইরুল ইসলামের প্রথম স্ত্রী জুলেখাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিততে রবিবার এই রায় দেন।
জানা যায়, ২০১৫ সালের ৮ জানুয়ারি খাইরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী জুলেখার সাথে দ্বিতীয় স্ত্রী কুলসুমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ওইদিন রাত ১২টার দিকে কুলসুমের মাথায় লাঠি দিয়ে আঘাত এবং শ্বাসরোধে হত্যার পর লাশ পার্শ্ববর্তী আমবাগানে গলায় ওড়ানা পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন তারা।
পরদিন ভোর ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৯ জানুয়ারি খাইরুল ও জুলেখার বিরুদ্ধে আইনুল হক আনু নামে স্থানীয় এক ব্যক্তি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই এসএম সাইফুল আলম তদন্ত শেষে একই বছরের ১৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ