• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

গাজার শুজাইয়া এলাকায় ইসরাইলি হামলায় ৬০ থেকে ৮০ হাজার বাস্তুচ্যুত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ জুন, ২০২৪
ছবি সংগৃহীত

গাজার শুজাইয়া এলাকার আশপাশে ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত হয়েছে ৬০ থেকে ৮০ হাজার ফিলিস্তিনি। জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ১৩৯ ফিলিস্তিনি নিহত এবং ৩৩১ জন আহত হয়েছে।

ওসিএইচএ এর সর্বশেষ পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, শুজাইয়ার আশেপাশে ইসরাইলের স্থল হামলায় বৃহস্পতিবার পূর্ব এবং উত্তর-পূর্ব গাজা শহরের ৬০ থেকে ৮০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্য দিয়ে এই অঞ্চলের অন্তত ২ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার বাস্তুচ্যুতি ঘটেছে, যা জনসংখ্যার প্রায় ৭৮ শতাংশ।

ওসিএইচএ প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর গাজায় ১০১টি মানবিক সহায়তা মিশনের পরিকল্পনা নেয়া হয়েছিল। এর মধ্যে মাত্র ৪৯টির অনুমোদন করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া ১০টি মিশন অস্বীকার করা হয়েছিল। আর ৩০টি বন্ধ করা হয়েছিল এবং ১২টি বাতিল করা হয়েছিল।

জাতিসঙ্ঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭৬টি মিশনের ৭১ শতাংশ ইসরাইলি বাহিনীর সহায়তায় ভূখণ্ডের দক্ষিণে সাহায্য প্রচেষ্টা আরো ভালো হয়েছে।

সূত্র : আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ