• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন

২ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন

আপডেটঃ : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

আগামী ২ ডিসেম্বর শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইকথা বলা হয়। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগীয় ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের নেতৃবৃন্দ এবং দেশের অধস্তন আদালতের সকল স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন।
এছাড়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী এম আনিসুল হক এমপি এবং আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ