• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

মিয়ানমারে সংঘাত: ফের আতঙ্ক টেকনাফ সীমান্তে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের জেরে মর্টার শেল ও ভারী গোলা বিস্ফোরণের শব্দে ফের কাঁপছে টেকনাফ সীমান্ত। বুধবার (৩ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত এপারের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন জানান, গত নভেম্বর থেকে দেশটিতে সংঘাত বেড়েছে। বর্তমানে রাখাইন রাজ্যের মংডু শহরের আশপাশে সংঘাত চলছে। কিছু দিন পর পর সেখানকার ভারী বিস্ফোরণের শব্দ এপারে ভেসে আসছে।

মংডু শহরের পশ্চিম সীমান্তের টেকনাফ পৌরসভা, সাবরাং ইউনিয়ন ও দক্ষিণের সেন্ট মার্টিন দ্বীপ থেকে বিস্ফোরণের শব্দ বেশি শোনা যাচ্ছে বলে জানান তিনি।

সীমান্ত এলাকার লোকজন জানান, গত নভেম্বর থেকে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ-পশ্চিম দিকে দুটি শহরসহ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪টি সীমান্তচৌকি, রাচিডং-বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। এখন মংডু শহর দখলের জন্য লড়ছে তারা।

সীমান্ত এলাকার লোকজন ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যানুযায়ী, মাঝে কিছুদিন বন্ধ থাকার পর সীমান্তের ওপারে আবার সংঘাত শুরু হয় গত ১৮ জুন। ওই দিনের পর থেকে টেকনাফে ক্রমাগত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সর্বশেষ বুধবার রাত থেকে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত আবারও বিস্ফোরণের বিকট শব্দ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ