• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন: চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী তেহরানে ভোট দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

এরইমধ্যে তিনি সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানিয়েছেন।

সর্বোচ্চ নেতা বলেছেন, আমি আশা করবো ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোটাররা যত বেশি সুস্পষ্টভাবে তাদের রায় ঘোষণা করবেন, দেশের শাসনব্যবস্থা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গণে তত বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের পরেও যদি ভোট কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য মাত্রায় ভোটার উপস্থিতি থাকে তাহলে ভোট গ্রহণের সময় বাড়ানো হবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। বিশ্বের ৯৫টি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন।

প্রথম দফার নির্বাচনে দেশের ভেতরে ভোট গ্রহণের জন্য ৫৯ হাজার ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। আজকের নির্বাচনেও কেন্দ্রের সংখ্যা একই থাকবে। তবে প্রয়োজনে বাড়ানোর কথা বলেছেন নির্বাচনী কর্মকর্তারা।

দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান ও সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির মধ্যে।

গত ২৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ