• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

বন্দুকযুদ্ধে কাশ্মিরে নিহত ৮

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ জুলাই, ২০২৪
ছবি : সংগৃহীত

ভারত-শাসিত কাশ্মিরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে দুই সেনা সদস্য এবং ছয় সন্দেহভাজন উগ্রবাদী নিহত হয়েছে। রোববার পুলিশ এ কথা জানিয়েছে।

কাশ্মির পুলিশের মহাপরিদর্শক বিধি কুমার বির্দি বার্তাসংস্থা এএফপিকে বলেন, এ বিতর্কিত অঞ্চল কর্তৃপক্ষ কুলগাম জেলার বিভিন্ন গ্রামে পৃথক দুটি অভিযান চালায়। এ অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। জেলার মোদেরগ্রাম এবং ফ্রিসাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা মোদেরগ্রাম থেকে দুই সন্ত্রাসীর এবং ফ্রিসাল চিন্নিগাম থেকে আরো চারজনের লাশ উদ্ধার করেছি।’

বিতর্কিত ওই অঞ্চলে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটল। ভারত ও পাকিস্তান উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দু’টির মধ্যে তিনটি যুদ্ধ হয়।
বিদ্রোহী বিভিন্ন গ্রুপ অঞ্চলটির স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ করে আসছে।

ওই ভূখণ্ড নিয়ে সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।

গত জুন মাসে দক্ষিণাঞ্চলীয় রিয়াসি এলাকায় একটি মন্দির থেকে ভারতীয় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিল।
সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ