• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

ভটভটি উল্টে নিহত ২ গরু ব্যবসায়ী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ জুলাই, ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) এবং একই উপজেলার বনগাঁ পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ব্যবসায়ী দুপুরে ভটভটি যোগে গরু ক্রয়ের উদ্দেশ্যে উপজেলার ছাতড়া গরুর হাটে যাচ্ছিলেন। পথে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশইল ব্রিজ এলাকায় এলে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে। এসময় গাড়ির নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

ওসি আরও জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ