• বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কোটা নিয়ে ছাত্রদের ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ জুলাই, ২০২৪

কোটা নিয়ে ছাত্রদের আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‘এসব আন্দোলনের বিএনপি কোনো ইন্ধন নেই তবে সমর্থন রয়েছে। সরকার দুর্নীতিসহ মানুষের চিন্তাধারা ভিন্ন দিকে নিতে এসবের সমাধান না করে জিইয়ে রাখছে।

বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি ও হাসপাতালে ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার। কারণ, তিনি নানা রোগে আক্রান্ত। তাই সার্বক্ষণিক ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। অতীতের মতো শান্তিপূর্ণভাবে মুক্তির আন্দোলন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ