গাজা যুদ্ধে ১ লাখ ৮৬ হাজার ফিলিস্তিনি নিহত হতে পারে। সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে তিনজন গবেষক এমন অনুমান প্রকাশ করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধে ১ লাখ ৮৬ হাজার ফিলিস্তিনি নিহত হতে পারে। সেজন্য কেবল সঙ্ঘাতকেন্দ্রিক প্রত্যক্ষ মৃত্যুই দায়ী নয়। বরং সংক্রামক ও অসংক্রামক রোগ ইত্যাদির কারণে পরোক্ষভাবে মৃতও এর মধ্যে শামিল হবে।
ওই গবেষকদের মধ্যে ইসরাইল জার্নাল অফ হেলথ পলিসি রিসার্চের সম্পাদকীয় বোর্ডের সদস্য মার্টিন ম্যাকিও রয়েছেন। তারা বলেছেন, গত ১৯ জুন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত নিহতের সংখ্যার উপর ভিত্তি করে ওই অনুমানটি করা হয়েছে।
গবেষকরা ল্যানসেট জার্নালে বলেছেন, সশস্ত্র সংঘর্ষের সহিংসতার সরাসরি ক্ষতির বাইরেও পরোক্ষ স্বাস্থ্যগত প্রভাব রয়েছে।
তারা আরো বলেন, ‘এই সঙ্ঘাতের তীব্রতার কারণে মোট মৃতের সংখ্যা বড় হবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য পরিচর্যা অবকাঠামো ধ্বংস, খাদ্য, পানীয় এবং আশ্রয়ের তীব্র ঘাটতি, নিরাপদ স্থানে পৌঁছাতে জনগণের অক্ষমতা এবং ইউএনআরডব্লিউএ-তে তহবিলের ক্ষতি ইত্যাদি ওই সংখ্যাকে প্রভাবিত করতে পারে।
গবেষকরা যোগ করেন, ‘সাম্প্রতিক সঙ্ঘাতে এই ধরনের পরোক্ষ মৃত্যুর সংখ্যা প্রত্যক্ষ মৃত্যুর সংখ্যার তিন থেকে ১৫ গুণ বেশি। রিপোর্ট করা ৩৭-৩৯৭ মৃত্যুর প্রতি একজন প্রত্যক্ষ মৃত্যুর বিপরীতে চারটি পরোক্ষ মৃত্যুর অনুমান করা হয়েছে। সে হিসেবে গাজার বর্তমান সঙ্ঘাতের জন্য ১ লাখ ৮৬ হাজার বা তারো বেশি মৃত্যুর জন্য দায়ী হতে পারে। এমন অনুমান করা অমূলক নয়।
সূত্র : আল জাজিরা