প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৪। এরই মধ্যে আমার দৈহিক কাঠামো নষ্ট হওয়ার পথে। এজন্যে আমি হতাশায় ভুগছি। আমি এর স্থায়ী সমাধান চাই।
মিসেস লিনা। আরামবাগ। ঢাকা
উত্তর : সম্ববত আপনার শরীরে হরমোনের তারতম্য নষ্ট হয়েছে। তাই প্রথমেই দরকার আপনার হরমোন এনালাইসিস করা। তারপর প্রয়োজনে রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েবস্ ব্যবহার করে আপনার দেহের সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪০। বিয়ের সময় আমি শারীরিকভাবে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে আমার লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। আমি এই দুঃসহ যাতনা হতে মুক্তি চাই।
উ: আপনি সম্ভবত : পুরুষত্বহীনতায় ভুগছেন। আপনার রক্তে সেক্স-হরমোন সমূহের ভারসাম্যহীনতা শনাক্ত করে একজন যৌন রোগ বিশেষজ্ঞ অতিদ্রæত আপনাকে সুস্থ করে তুলতে পারবেন।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৭। আমার মুখে বুকে ও পিঠে অনেক বড় বড় ব্রণ হয়েছে। আমি অতি অল্প সময়ে এ থেকে মুক্তি চাচ্ছি।
Ñ রুমা। রাজা বাজার। ঢাকা।
উ: আপনার জন্য সু-খবর হলো-রেডিও সাজারি চিৎসায় কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই আপনার মুখের ব্রণ নির্মূল করতে সক্ষম।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২২। আমার মুখে অনেক বাদামী তিলা হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। প্লিজ আমাকে তিলা হতে মুক্তির একটি সুপরামর্শ দেবেন।
লতিফা। ইডেন কলেজ। ঢাকা।
উ: আপনি আপাতত রোদ থেকে দূরে থাকুন। এতে না কমলে আপনি একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ দিয়ে লেজার চিকিৎসার মাধ্যমে তিলা। থেকে মুক্তি পাবেন- ইনশাল্লাহ।
একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন সেক্স ও এলার্জি বিশেষজ্ঞত এবং
সিনিয়র কনসালটেন্ট, কসমেটিক সার্জন।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা ফোন : ০২৯৩৪২৮৭৬, ০১৭১৯২১৯৪২৯।