• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

বাংলাদেশেও একই দিনে মুক্তি পাবে চঞ্চলের ‘পদাতিক’

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

‘পদাতিক’ নামে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। কলকাতার এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

এবার জানা গেল, পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে ‘পদাতিক’।সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’

‘পদাতিক’ প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘হুব্বা’ সিনেমাটিও বাংলাদেশে আমদানি করেছিল জাজ। হুগলির ডনখ্যাত হুব্বা শ্যামলকে নির্মিত সিনেমাটি পরিচালনা করেন ব্রাত্য বসু। নাম ভূমিকায় ছিলেন বাংলাদেশের মোশাররফ করিম।

পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমার জীবনে কোনো চরিত্রের জন্য এত স্ট্রাগল করতে হয়নি। কারণ আমি যে ধরনের চরিত্রে অভিনয় করি, বা যেভাবে চরিত্র হয়ে উঠি; সেগুলো থেকে তো মৃণাল সেনের চরিত্র আলাদা। ওই মানুষটিকে হুবহু ধারণ করা তো সম্ভব নয়। আর দেখতে এক রকম হলেও তাতে কিছু যায় আসে না। হুবহু দেখতে অনেক মানুষ আছে। কিন্তু ভেতরের যে মৃণাল সেন, তাঁর যে ব্যক্তিত্ব; সেটা যদি আমি ফুটিয়ে তুলতে পারি, সেটাই সাফল্য।’

মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের মনামী ঘোষ। পুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ