সাতক্ষীরার আশাশুনিতে বাসের ধাক্কায় রেজাউল সানা (৬০) নামে এক বাইসাইকেলআরোহী নিহত হয়েছেন।
রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার কোদন্ডা আমতলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সানা আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের বাসিন্দা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, সকালে সানা দুর্গাপুর থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কোদন্ডা আমতলার মোড়ে একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন সানা। এ অবস্থায় স্থানীয়রা সানাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় লোকজন ধাওয়া করে চাপড়া ব্রিজ এলাকা থেকে বাসটি জব্দ করে করে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করেন। তবে চালক-হেলপার কৌশলে সেখান থেকে পালিয়ে যান।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।