সকল মামলা থেকে জামিন ও খালাস পেয়ে সবেমাত্র মুক্তির হাসি ফুটেছিল, ঠিক তখনই নতুন করে গ্রেপ্তার করা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে। তোশাখানা সংক্রান্ত একটি মামলায় শনিবার (১৩ জুলাই) তাদেরকে আদিয়ালা কারাগার থেকে গ্রেপ্তার করে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। খবর ডন।
এর আগে শনিবারই ইদ্দত মামলায় ইমরান ও বুশরা দম্পতিকে খালাস দেওয়া হয়। ২০১৮ সালে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান। বুশরার সাবেক স্বামীর অভিযোগ ছিল, ইদ্দত পালন না করেই এই বিয়ে হয়েছিল, যা শরীয়াহ বিরোধী।
এই মামলায় গত ফেব্রুয়ারিতে ইমরান ও বুশরাকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে তাদের আপিলের পরিপ্রেক্ষিতে শনিবার খালাসের রায় আসে।
এই খালাসের মধ্য দিয়ে ইমরানের কারামুক্তির পথ সুগম হয়েছিল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়নি। এনএবির একটি দল তাদেরকে কারাগার থেকেই আবারও গ্রেপ্তার করে। তোশাখানা মামলায় ইমরান ও বুশরাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও তদন্তের মুখোমুখি হতে হবে বলে জানা গেছে।