সিরিয়ায় তিন দফা বিমান হামলায় শিশুসহ ৫৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার দেশটির আতারেব শহরে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মূল লক্ষ্য ছিল বিদ্রোহী অধ্যুষিত স্থানীয় একটি সুপার মার্কেট। মার্কেটটিতে প্রায় শতাধিক ছোট-বড় দোকান ছিল।
স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট জানায়, হতাহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। ভগ্নস্তূপের নিচ থেকে বাকিদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবী দলগুলো।
এখনও কেউ হামলার আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি, রুশ বিমান- সুখয় থেকে ছোঁড়া হয় মিসাইলগুলো।
নিরাপদ জোনের আওতায় পড়ে আলেপ্পো প্রদেশের এ শহরটি।