• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

ঝুঁকি নিয়ে শুটিং করতে হচ্ছে : নাজিয়া হক অর্ষা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

কারফিউ কিছুটা শিথিল করা হলেও এখনো দুশ্চিন্তা কাটছে না নাটকের শুটিং নিয়ে। হাতেগোনা কিছু ধারাবাহিক ও খণ্ড নাটকের শুটিং হওয়ার খবর পাওয়া গেলেও সিংহভাগ নাটকের শুটিং বাতিল হয়েছে।

একাধিক নাটকের শুটিং বাতিল করেছেন মোশাররফ করিম, আফরান নিশো, তাওসিফ মাহবুব, জোভানসহ অনেকে। নাটকের পরিচালক, প্রযোজক ও অভিনয় শিল্পী সপ্তঘর তথ্যমতে, শতাধিক নাটকের শুটিং বন্ধ। পুরোদমে শুটিং শুরুর বিষয়টি নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ফলে ক্ষতির মুখে নাটকের কলাকুশলীরা।

শুটিং নিয়ে শিল্পীদের মতো মানসিকভাবে অস্থির অবস্থায় রয়েছেন নির্মাতারাও। এরমধ্যে সালাহউদ্দিন লাভলু, তুহিন হোসেন, ভিকি জাহেদ, রাফাত মজুমদার, মোহন আহমেদ, তারেক রেজা, মাহমুদ মহিনসহ অনেক নির্মাতা জানান, তারা নাটকের শুটিং স্থগিত করেছেন। তবে কারফিউ শিথিল হওয়ায় কেউ কেউ শিডিউলের জটিলতা এড়াতে শুটিংকরেছেন। কেউ ধারাবাহিক নাটকের প্রচার অটিকে যাওয়া থেকে বাঁচতে শুটিং করেছেন।

ক্যাম্পাস নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, পান্ডেলসহ অন্তরা অনেকে। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অর্ষা বলেন, ‘একদমই বাধ্য হয়ে, ঝুঁকি নিয়ে শুটিং করতে হচ্ছে। আসলে এখনো যে পরিবেশ, তাতে শুটিং করার জনা মানসিকভাবে প্রস্তুত নই। প্রচারের জটিলতা না থাকলে এমন সময় শুটিং করতাম না। প্র্যাক্টিআলি শুটিংয়ের পরিবেশ এখনো তৈরি হয়নি। এই যে আমাকে বাসায় ফিরতে হবে, রাক্তয় থাকে জ্যাম। এর মধ্যে শুটিং থেকে ফেরা নিয়েও খুবই চিন্তা করতে হচ্ছে। কখন কী হয়!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ