• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে তটিনী

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

এরইমধ্যে ছোটপর্দায় দারুন জনপ্রিয়তা অর্জন করেছেন এ প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউবে নিয়মিত প্রকাশ পাচ্ছে তার নাটক।

বলা চলে, মাসে প্রায় ডজনখানেক নাটক প্রচারিত হচ্ছে তার। এবার নাটকের গণ্ডি পেরিয়ে যুক্ত হলেন ভিন্ন মাধ্যমে। প্রথমবারের মতো কোনো ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, নির্মাতা সানী সানোয়ারের একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন তটিনী। অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে বিষিয়টি নিশ্চিত করেছেন। তবে সিরিজটির গল্প ও নিজের চরিত্র সম্পর্কে কিছু জানাননি তিনি।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো। ওয়েব যাত্রাটা দারুণ কাজ দিয়েই হচ্ছে এটুকু বলতে পারি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ