• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্সের টানা দ্বিতীয় জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

দীর্ঘদিনের উইকেট খরা কাটিয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে গিয়ে দ্বিতীয় ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন সাকিব আল হাসান। ওই ম্যাচে কিপটে সাকিব ৪ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ১০ রান, তুলে নিয়েছেন ৩টি উইকেট। মূলত সাকিবের দুর্দান্ত বোলিংয়ের কারণেই প্রথম জয় পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগার। ব্যাট হাতে সেই ম্যাচে কিছু করতে পারেননি তিনি।

এবার বলের সঙ্গে ব্যাটিংয়েও দারুণ পারফর্ম করলেন সাকিব। ঝোড়ো ব্যাটিং করে নিয়েছেন ১৫ বলে ২৪ রান। বল হাতে ছিল ১ উইকেট। সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলা টাইগার্স।

ব্রাম্পটনে গতকাল মঙ্গলবার টরন্টো ন্যাশনালসের বিপক্ষে ২ রানের জয় পায় বাংলা টাইগার্স। এই জয়ে সাকিবের অবদান সবচেয়ে বেশি। কারণ, ১৯তম ওভারে সাকিব যদি সেট ব্যাটার নিকোলাস কির্টনকে না ফেরাতেন, তাহলে হয়তো হারতে হতো বাংলা টাইগার্সকে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (২৬ বলে ২৪) ও মোহাম্মদ ওয়াসিম (১৮ বলে ২৭)। ভালো ব্যাটিং করেন হজরত উল্লাজ জাজাইও (১০ বলে ১৯)।

পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সাকিব ছিলেন মারমুখি। ২৪ রানের ইনিংসে ৩টি ছক্কাই হাঁকান তিনি। শেষ দিকে ১৭ বলে ৩৮ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড ওয়াইজি। এতে বাংলা টাইগার্সের পুঁজি দাঁড়ায় ৭ উইকেটে ১৬৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের বুকে একাই কাঁপন ধরিয়ে দেন কির্টন। ৫৪ বলে ৭৪ রান করেন তিনি। তাকে আউট করে স্বস্তি এনে দেন সাকিব। শেষদিকে রোমারিও শেফার্ড ১২ বলে ২৪ রান করলেও জয় পায়নি টরন্টো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ