সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ১৩ মাস আগে। ২০২৩ সালের জুনে শেষবার বাংলাদেশ দলের হয়ে লাল বল হাতে নিয়েছিলেন তিনি।। লম্বা স্পেলে বোলিং করতে পারেন না বলে তাকে বাংলাদেশ দলের টেস্ট একাদশে রাখা হয়নি। তাছাড়া ইনজুরির সমস্যা তো ছিলই।
টেস্ট ম্যাচ না খেললেও সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন তাসকিন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেন ডানহাতি এই তারকা পেসার। এবার লাল বলের ক্রিকেটে ফিরতেও প্রস্তুত তাসকিন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে সেই যাত্রা শুরু করতে পারেন এই পেস সেনসেশন।
তাসকিনের ইনজুরির সর্বশেষ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট বায়েজেদুল ইসলাম খান। তিনি ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নিতে পারবেন তাসকিন। তার ইনজুরি অনেকটাই কেটে গেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শনিবার শেরে বাংলায় ফিটসেন টেস্ট দেন ক্রিকেটাররা। সেখানে সবার চোখ ছিল তাসকিনের দিকে। বায়েজেদুল ইসলাম জানিয়ে দিয়েছেন, ইনজুরি কাটিয়ে বোলিংয়ের জন্য প্রস্তুত হয়ে উঠছেন তাসকিন। প্রথম দিনের অনুশীলন শেষে এটিই তার ছিল তার মূল্যায়ন।
বায়েজেদুল শরীরচর্চার পরামর্শ দিয়েছেন তাসকিনকে। সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়াও চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি। এছাড়া ফিজিওথেরাপিস্ট জানিয়েছেন, তাসকিন আগের চেয়ে ভালো বোধ করছেন। পাকিস্তান সিরিজে তিনি মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন।
বায়েজেদুল বলেন, ‘তাসকিন সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে। তাই এই সময়ের মধ্যে তিনি দীর্ঘ স্পেলে বল করেননি। তার কাঁধে সমস্যা ছিল। যেটি সে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পুনরায় পরীক্ষা করেছিল। ব্যাপারটা হলো, সে সময় ক্ষতি হয়েছিল, তা এখন ঠিক একই। তা বাড়েনি।’