অরণ্য একটা ব্যাঙ ধরে এনেছে। বাসার ট্রেতে আছে। ক্লাসে ঠিকমতো প্রাকটিকালটা করা হয়নি, বাসায় ভালোমতো কাটা-ছেঁড়া করে দেখতে হবে।
বারান্দায় একটা টুলের ওপর ট্রে রেখে ব্যাঙটাকে অজ্ঞান করে পিন গাঁথতে শুরু করবে এমন সময় মায়ের গলা শুনতে পেল অরণ্য।
খালি হাতেই ব্যাঙ কাটছ?
এই বলে মা তার হাতে এক জোড়া গ্লাভস দিয়ে বললেন, পরে নাও।
কিন্তু মা দুটোই যে ডান হাতের।
ও তাই তো, ঠিক আছে আমি একটা বাঁ হাতের খুঁজে নিয়ে আসি।
কিছুক্ষণ পর মা ফিরে এসে দেখলেন অরণ্য দুই হাতে গ্লাভস পরে কাজ করছে। বুঝলেন, ছেলে কৌশলে দুটো একই হাতের গ্লাভসকে দুই হাতের ব্যবহার উপযোগী করে দিয়েছে।
কৌশলটি কী?