সাঈদ সাহেদুল ইসলাম
অনেক অনেক শব্দ রে আজ জব্দ বানায় আমারে,
বিসর্জনে—তাই জীবনের সুরের সা রে গা মা রে!
এই ধরে নে হারামখোরের বেঁচে থাকা হারামে,
ওর জ্বালাতে একটু যে আর যায় না থাকা আরামে।
চরিত্রহীন-আঁঁতেল-গোঁয়ার-চেলা-বেকুব-খচ্চরে,
করছে রে যা, তাতেই রেগে দেহ ফেটে চচ্চড়ে!
অসভ্য-চোর-সন্ত্রাসী-ডন-মাফিয়া এবং চাঁদাবাজ,
যা করেছে লাভ কী ওতে করবি কপাল দাদা ভাঁজ?
লুচ্চা-ডাকাত-গুণ্ডা-ঘাতক-ভণ্ড-খুনি-ঘুষখোরে,
প্রায় যে দেখি কতজনের জীবন দিল তুস করে!
মাতাল-ঘাগু-ইতর-পাগল-খয়ের খাঁ বা উজবকে
কখন কোথায় ঘটায় কী যে কেমন করে বুঝব কে?
কিপটে-লোভী-চতুর-দালাল-অসাধুদের সিন্ডিকেট,
বলতে পারিস কখন করে কোন অশনির ইন্ডিকেট?
কুটিল মনের কুচক্রী আর জঙ্গিবাদের জঙ্গ রে,
যখন তখন করতে যে চায় ‘শান্তি ও সুখ’ ভঙ্গ রে।
শব্দ ওসব জব্দ করে সুস্থ নই আর আমি যে,
শীত পড়েছে? টের পাইনি, খালি গায়েও ঘামি যে।