ইরাকের আল আসাদ সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরাকের দুইটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সোমবার (৫ আগস্ট) আইন আল-আসাদ ঘাঁটি লক্ষ্য করে দুইটি কাতিউশা রকেট ছোড়া হয়। দুইটি রকেটই ঘাঁটির ভেতরে আঘাত হানে।
গত সপ্তাহে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলার শিকার হন। এ ছাড়া লেবাননে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকরকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল।
এরপরেই ইরান ও তার মিত্ররা ইসরায়েলে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা ঘটল।
তবে এই হামলার সঙ্গে ইরান তার প্রক্সি সশস্ত্রগোষ্ঠীগুলোর সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি।