• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব: সাদিয়া আয়মান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিনোদন অঙ্গনের তারকাদের বড় একটি অংশ সংহতি জানিয়েছিলেন। এ আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গতকাল (৫ আগস্ট) থেকে আবারও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তারকারা।

গতকাল সোমবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যমে লুটপাট-অগ্নিসংযোগ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান।

এক ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘প্লিজ আপনারা এরকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না। আমরা এরকম বিজয় চাইনি, এরকম বিজয়ের জন্য এতদিন কেউ প্রাণ দেয়নি । আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আয়মান। আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাওয়া অভিনয়শিল্পীদের সমালোচনা করে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ