• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

অলিম্পিক ফুটবল : স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

কার্ডজনিত নিষেধাজ্ঞায় ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা মার্তা। ২০০৮ সালের পর ব্রাজিলের মেয়েরা উঠেনি অলিম্পিক ফুটবলের ফাইনালে। এর মধ্যে আবার প্রতিপক্ষ স্পেনের মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরও। শক্তিমত্তা আর সাম্প্রতিক পরিসংখ্যানে স্পেনের থেকে তাই অনেকটাই পিছিয়ে ছিল ব্রাজিল।

তবে মাঠের খেলায় দেখা গেলো উল্টো চিত্র। দারুণ ফুটবল উপহার দিয়ে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফাইনালে নাম লেখালো ব্রাজিলের মেয়েরা।

এতে ঘুচলো তাদের দীর্ঘ ১৬ বছর ফাইনাল খেলতে না পারার আক্ষেপ। আগামী ১০ আগস্ট ব্রাজিল স্বর্ণের লড়াইয়ে নামবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যারা জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে নাম লিখিয়েছে।

স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিলের মেয়েরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে আইরিন পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাবি পোর্তোলিও।

৭১ মিনিটে আদ্রিয়ানার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। পর ৮৫ মিনিটে ব্যবধানটা ৩-১ করেন স্পেনের সালমা পারায়উয়েলো।

এরপর যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কেরোলিন (৪-১)। যোগ করা সময়ের ১২ মিনিটে পারায়উয়েলোর দ্বিতীয় গোলে ব্যবধানটাই যা একটু কমিয়েছে স্প্যানিশরা (৪-২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ