অলিম্পিক গেমসে নারী ফুটবল অন্তর্ভূক্ত হয় ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে। প্রথম আসর থেকেই দাপট দেখিয়ে আসছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।
এর আগে হওয়া ৭ বারের মধ্যে ৫ বার ফাইনাল খেলে চারবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র। অলিম্পিক নারী ফুটবলে সবচেয়ে সফল দলটি আরো একবার স্বর্ণজয়ের কাছাকাছি। প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠে স্বর্ণ পুনরুদ্ধারের শেষ মঞ্চে তারা।
মঙ্গলবার রাতে সেমিফাইনালে ১-০ গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে উঠেছে চারবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি।
বাড়িয়ে দেওয়া সময়ের পঞ্চম মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রকে লিড এনে দেন স্মিথ সফিয়া। অতিরিক্ত সময়ের বাকি ২৫ মিনিটে আর গোল হয়নি। ১-০ গোলের জয় নিয়ে দুই আসর পর আবার স্বর্ণের লড়াইয়ে যুক্তরাষ্ট্র।