শেখ হাসিনা দেশ ছাড়ার পর রীতিমতো পালটে গেছে সারাদেশের চিত্র। দেশে এই মুহূর্তে কোনো সরকার প্রধান দায়িত্বে না থাকায় একরকম নিজ কাঁধেই দেশের দায়িত্ব নিতে দেখা যায় ছাত্রদের; রাস্তায় সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন তারা।
ছাত্রদের এমন উদ্যোগ ও কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি প্রশংসা করছেন সাধারণ মানুষ। কেউ কেউ স্বেচ্ছাসেবী হয়েও মাঠে নামছেন। এরই মধ্যে ছাত্রদের সঙ্গে রাস্তায় নেমে স্বেচ্ছাসবক হওয়ার আগ্রহ প্রকাশ করলেন ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা। সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টে এ কথা জানান অভিনেত্রী।
পারসা লিখেছেন, ‘উত্তরা তে রাস্তা পরিষ্কার করার জন্য অথবা দেয়ালে রং করার কাজে আমি সাহায্য করতে পারি।’
এরপর ওই পোস্টের কমেন্টে ব্যপক আগ্রহ প্রকাশ করে পারসা আবারও লেখেন, ‘একটা বিশ্বস্ত সোর্স দরকার, আমাকে জানান আপনারা, কোথায় আসতে হবে।’
সেই পোস্টের পর বেশ প্রশংসায় ভাসেন এই অভিনেত্রী। তার উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ দেখে সাধুবাদ জানান তার অনুরাগীরা।
এর আগে সামাজিক মাধ্যমে ছাত্রদের রাস্তা পরিস্কার করার কাজের কিছু ছবি পোস্ট করে পারসা লেখেন, ‘আমরাই বাংলাদেশ’।