গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এমনতাবস্থায় এগিয়ে এসেছেন দেশের ছাত্র সমাজ। রাস্তায় ট্রাফিক পুলিশের কাজও করছেন তারা। এজন্য শিক্ষার্থীদের ফুল, খাবার দিয়ে ভালোবাসা জানাচ্ছেন অনেকে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ছাত্রছাত্রীদের খাবারের ব্যবস্থা করে বিসিবি। বৃহস্পতিবার দুপুরে আড়াই শ খাবারের প্যাকেট বিসিবির মিডিয়া বিভাগের কর্মচারীরা স্টেডিয়ামের আশপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মধ্যে বিতরণ করেন।
এছাড়া বিসিবিতে নানাভাবে স্মরণ করা হচ্ছে কয়েকদিন আগে হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলনের শহীদদের। একটি বড় ব্যানারও লাগানো হয়েছে। অনুশীলনের আগে নিরবতা পালন ও দোয়া করেছেন ক্রিকেটাররা।