• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:

বাংলাদেশী মুসলমান অভিযোগ তুলে মারধর ও ভাঙচুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
প্রতীকী ছবি

ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মুসলমানদের একটি বস্তিতে হামলার অভিযোগ উঠেছে হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে।

ওই বস্তির বাসিন্দারা বাংলাদেশী মুসলমান, এমন অভিযোগ তুলে মারধর ও ভাঙচুর চালানো হয়।

তবে গাজিয়াবাদের এসিপি অভিষেক শ্রীবাস্তব বলেছেন, যাদের ওপর হামলা হয়েছে, তারা বাংলাদেশী নন, উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা। এ ঘটনায় মামলা হয়েছে, শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের কাছে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, হিন্দু রক্ষা দলের প্রধান পিঙ্কি চৌধুরী ১৫-২০ জন কর্মীকে নিয়ে গুলধর রেল স্টেশনের কাছে সরকারি খাস জমিতে নির্মিত বস্তিতে ভাঙচুর চালান এবং বাসিন্দাদের মারধর করেন। পুলিশ বাধা দিলেও তারা থামেননি।

আক্রান্তরা আবর্জনা কুড়োনোর কাজ করতেন বলে জানতে পেরেছেন গাজিয়াবাদে বিবিসি হিন্দির সংবাদদাতা মুহম্মদ জাবেদ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে বলেছেন, হিন্দু রক্ষা দলের কর্মীরা এখানে এসে জিজ্ঞাসা করেছিলেন যে তারা হিন্দু না মুসলমান। যারা মুসলমান ছিল তাদের মারধর করা হয়েছে।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ