• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:

যুদ্ধের দামামা : ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননে নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। এরমধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, রোববার (১১ আগস্ট) ইসরায়েলি হামলায় তাদের দুইজন যোদ্ধা নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাইবেহ গ্রামে ইসরায়েলের হামলায় দুজন প্রাণ হারায়। এই হামলার তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী তাইবেহ গ্রামে এ হামলা চালানো হয়।

সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ড্রোন থেকে তাইবেহ গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা তাইবেহ’র কাছাকাছি আদাইসেহ এলাকায় দিনভর হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এই হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।

এই যুদ্ধ শুরু দিকেই হিজবুল্লাহ ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়েছে হুঁশিয়ারি দেয়, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের ওপর হামলা অব্যাহত থাকবে। এরপর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহের মধ্যে পাল্টা গুলি বিনিময় চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ