• বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ঢাকার শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস কারামুক্ত

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

ঢাকার শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই কারাগার থেকে বের হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তার স্বজনরা মূলগেট থেকে তাকে নিয়ে যান। রাজধানীর ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম ছিলেন এই কিলার আব্বাস। দুই হত্যা মামলায় প্রায় ২১ বছর কারাবন্দি থাকার পর সোমবার কারামুক্ত হন তিনি।

জানা গেছে, রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয় তার নামে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি ছিলেন আব্বাস। তার পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন।

কারা সূত্র জানায়, সোমবার রাত ৮টার পর থেকে কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগনে ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে তার মুক্তির অপেক্ষায় ছিলেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ