চীনের সাথে দেশ-পরিচালনার অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও উন্নত করতে আগ্রহী বেলারুশ।
দেশটির প্রধানমন্ত্রী গোলভচেঙ্কো বুধবার মিনস্কে চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার পরিচালক লুও চাও হুইয়ের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।
বেলারুশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং জনগণের জীবিকা উন্নয়নে মূল্যবান সহায়তা দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদও জানান গোলভচেঙ্কো। তিনি বলেন, চীনের সাথে উচ্চ পর্যায়ের আদান-প্রদান জোরদার করতে, বাস্তব সহযোগিতা গভীরতর করতে, এবং দেশ-পরিচালনার অভিজ্ঞতা বিনিময় বাড়াতে বেলারুশ আগ্রহী।
এ সময় লুও বলেন, বেলারুশ চীনের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার। দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনায়, নতুন যুগে, চীন-বেলারুশ সম্পর্ক এক নতুন উচ্চতায় উঠেছে। শীর্ষ নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে, ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায়, দু’দেশের দ্বিপক্ষীয় সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। একই দিনে লুও চাওহুই বেলারুশের প্রথম উপ-প্রধানমন্ত্রী স্নোপকভের সাথে এক বৈঠকে মিলিত হন।