• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত ৯

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে এক নারী ও তার দুই সন্তানসহ ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার ভোরের দিকে এই হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে আইডিএফ এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছে, নাবাতিয়েহ অঞ্চলে হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। অস্ত্রাগারটি ধ্বংস হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের যুদ্ধ বাঁধার প্রায় এক মাস পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের সঙ্গে সীমান্ত রয়েছে ইসরায়েলের। সেখান থেকেই হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।

এ ঘটনায় এখন পর্যন্ত হিজবুল্লাহর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ