মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সপ্তাহজুড়ে সারাদেশে বৃষ্টিপাত থাকবে। তবে আজ রোববার (১৮ আগস্ট) দেশের ৩ বিভাগে কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে আজ বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ (৭৬ থেকে ১০০ ভাগ এলালাজুড়ে) জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
এসময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল সোমবার ও মঙ্গলবারের পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, এই দুইদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গতকাল শনিবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। সর্বোচ্চ ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দিনাজপুরে।